ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফ্যালকাওয়ের রেকর্ডের পর ড্র করলো স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জুন ৮, ২০১৭
ফ্যালকাওয়ের রেকর্ডের পর ড্র করলো স্পেন ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন। রাদামেল ফ্যালকাওয়ের দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ গোল করার পর জয়ের স্বপ্ন দেখছিল কলম্বিয়া। তবে শেষ দিকে আলভারো মোরাতার গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন কলম্বিয়ার মাঠ স্তাদিও নুয়েভা কনডমিনাতে আতিথিয়েতা নিতে আসে স্পেন। আর ম্যাচে ২২ মিনিটে ডেভিড সিলভার গোলে লিডও নেয় দলটি।

তবে ৩৯ মিনিটে এডওয়ার্ড কারডোনার গোলে সমতা পায় স্বাগতিক কলম্বিয়া।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পান মোনাকো তারকা ফ্যালকাও। জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ২৬তম গোল করে এদিন রেকর্ড গড়েন তিনি। পেছনে ফেলেন আগের সর্বোচ্চ ২৫ গোল করা আর্নল্ড লুগুয়ারানকে।

ফ্যালকাওয়ের এ গোলে জয়ের দিকেই এগোচ্ছিল কলম্বিয়া। তবে ৮৭ মিনিটে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার মোরাতার গোলে সমতা পায় স্পেন। আর শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।