ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জেসুসকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৭
জেসুসকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে চোখে ও মুখে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল ব্রাজিলের তারকা গাব্রিয়েল জেসুসকে। তবে, ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ২০ বছর বয়সী জেসুসকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে নেইমারহীন ব্রাজিল।

ব্রাজিলের এই ফরোয়ার্ড ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার সিটির সতীর্থ নিকোলাস অটামেন্ডির কনুইয়ের আঘাতে মাঠ ছাড়েন।

কনুইয়ে মুখে আঘাত পেলে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। চোট গুরুতর মনে হওয়ায় এরপর সোজা হাসপাতালে নেওয়া হয় জেসুসকে। শঙ্কা জেগেছিল চোটের কারণে হয়তো তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে।

তবে, হাসপাতালে সব রকম পরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে নিশ্চিত করা হয়েছে জেসুসের মারাত্মক কোনো আঘাত নেই। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

ম্যানসিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী মৌসুমের শুরুতেই (প্রি-সিজন) জেসুসকে দলে সুস্থভাবে পাওয়া যাবে। আগামী মঙ্গলবার মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।