ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

কিশোর ফুটবলে ড্রয়ের দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৭
কিশোর ফুটবলে ড্রয়ের দিন ছবি: সংগৃহীত

ঢাকা উওর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অণূর্ধ্ব-১৬) ফুটবল লিগ-২০১৭ কিশোর ফুটবলে গোলশূন্য দিন অতিবাহিত হয়েছে। সোমবারের (১২ জুন) চার ম্যাচের মধ্যে দু’টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের প্রথমটিতে মিরপুর স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার সেন্টার ও ফেনী স্পোর্টস একাডেমির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নাসির ফুটবল একাডেমি ও ওয়াজেদ মিয়া ক্রীড়ার মধ্যকার ম্যাচটিতেও কোন গোল হয়নি।

আবহাওয়াজনিত কারণে রাজউক আউটার মাঠে গুলশান ইয়ুথ ক্লাব বনাম গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার এবং চাঁদপুর কিশোর ফুটবল ক্লাব বনাম বিক্রমপুর এর মধ্যকার ম্যাচ দুটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।

প্রসঙ্গত, কিশোর লিগ থেকেই অ-১৬ দল গঠন করা হবে। চলতি বছরের অক্টোবরে আসন্ন এএফসি কাপের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।