ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

চার ম্যাচেই গোলে সমাধান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
চার ম্যাচেই গোলে সমাধান ছবি: সংগৃহীত

ঢাকা উওর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবল লিগের সুপার লিগে চারটি ম্যাচে মীমাংসা এসেছে গোলে। সবগুলো ম্যাচ জয়-পরাজয়ের মুখ দেখেছে। বৃহস্পতিবার (১৫ জুন) আউটার ও কমলাপুর স্টেডিয়ামে দিনব্যাপী চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে ফেনী স্পোর্টস একাডেমির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি।

অন্যদিকে, আউটার স্টেডিয়ামে বিক্রমপুর একাদশের বিপক্ষে জয় নিশ্চিত করেছে নাসির ফুটবল একাডেমি। এই ম্যাচও ২-১ গোলে নিষ্পত্তি হয়েছে। দিনের শেষ ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় পায় ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র।

প্রসঙ্গত, এ কিশোর লিগ থেকেই চলতি বছরের অক্টোবরে আসন্ন এএফসি কাপ অ-১৬ টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।