ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

পাকিস্তানে খেলবেন রোনালদিনহো-কার্লোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৭
পাকিস্তানে খেলবেন রোনালদিনহো-কার্লোস ছবি: সংগৃহীত

নিরাপত্তা হুমকির মধ্যেই ব্রাজিলের সাবেক সুপারস্টার রোনালদিনহো এবার পাকিস্তানে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন। শুধু রোনালদিনহোই নন, আরও সাত সুপারস্টার ফুটবলার থাকবেন সেই দুটি ম্যাচে।

ক্রিকেট বিশ্বে পরিচিত পাকিস্তানকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য এই ম্যাচের আয়োজন করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।

শনিবার করাচিতে এবং রোববার লাহোরে অনুষ্ঠিত হবে এই দুটি প্রদশর্নী ম্যাচ।

রোনালদিনহো নেতৃত্ব দেবেন 'রোনালদিনহো এন্ড ফ্রেন্ডস' গ্রুপের।

ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া সাবেক তারকা খেলোয়াড়দের মধ্যে আরও থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রায়ান গিগস, ব্রাজিল তারকা রবার্তো কার্লোস, সাবেক ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস, ডাচ তারকা জর্জ বোয়েতাং, ফরাসি সাবেক তারকা রবার্ট পিরেজ ও নিকোলাস আনেলকা এবং পুর্তগিজ তারকা লুইস বোয়া মোর্তে।  

৩৭ বছর বয়সী রোনালদিনহো এক বিবৃতিতে জানান, 'পাকিস্তানের মাটিতে খেলার জন্য আমি অধীর অপেক্ষায় আছি। পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের ফুটবলে আকৃষ্ট করার এটি দারুণ সুযোগ। আশা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। '

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।