ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

নতুন চুক্তিতে কোন্তের বেতন ৯০ লাখ পাউন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
নতুন চুক্তিতে কোন্তের বেতন ৯০ লাখ পাউন্ড নতুন চুক্তিতে কোন্তের বেতন ৯০ লাখ পাউন্ড-ছবি:সংগৃহীত

চেলসির কোচ হয়ে আসার পর দলের পুরো চেহারাই পরিবর্তন করে ফেলেছেন অ্যান্তোনিও কোন্তে। প্রথম বছরেই প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন। তারই পুরস্কার হিসেবে কন্তের সঙ্গে নতুন চুক্তি করেছে চেলসি।

নতুন চুক্তি অনুযায়ী অবশ্য মেয়াদ বাড়ছে না কোন্তের। তবে আগামী দুই বছরে সুযোগ-সুবিধা বাড়ছে ইতালিয়ান এই হাইপ্রোফাই কোচের।

এর আগে ২০১৬ সালে তিন বছরের জন্য ইংলিশ জায়ান্টদের দায়িত্ব নেন কন্তে। ধারণা করা হচ্ছে, নতুন চুক্তি অনুযায়ী ৪৭ বছর বয়সী এই কোচ প্রতি বছর ৯০ লাখ পাউন্ড বেতন পাবেন।

চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে কন্তে বলেন, ‘চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমি খুব খুশি। দারুণ কিছু অর্জনের জন্য আমরা প্রথম বছর খুবই কঠিন পরিশ্রম করেছিলাম, যেটার জন্য আমি ভীষণ গর্বিত। শীর্ষে থাকার জন্য এখন অবশ্যই আমরা আরও কঠোর পরিশ্রম করব। ’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।