ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু আলভেসের পিএসজি অধ্যায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
জয়ে শুরু আলভেসের পিএসজি অধ্যায় জয় দিয়ে পিএসজি অধ্যায় শুরু করেছেন দানি আলভেস (প্রথম সারির বামে)/ছবি: সংগৃহীত

পিএসজির জার্সিতে অভিষেক ম্যাচে জয় উদযাপন করেছেন দানি আলভেস। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) নিজেদের প্রথম ম্যাচে রোমাকে পেনাল্টি শুটআউটে (৫-৩) হারিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ জায়ান্টরা।

মিশিগানের কমেরিকা পার্কে ১-১ সমতায় নব্বই মিনিটের খেলা শেষ হয়। আলভেসের স্বদেশী ডিফেন্ডার মারকুইনহোসের গোলে প্রথমার্ধে লিড নেয় পিএসজি।

৬০ মিনিটে রোমাকে ম্যাচে ফেরান তরুণ নাইজেরিয়ান ফরোয়ার্ড সাদিক ওমর। নির্ধারিত সময়ের আগে দু’দলের আর কেউই আর জালের দেখা পাননি। সরাসরি টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

শুরুর একাদশে নেমে ৬৯ মিনিটে মাঠ ছাড়েন আলভেস। জয় দিয়েই পিএসজি অধ্যায় শুরু হলো এ ব্রাজিলিয়ানের। গত সপ্তাহে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করেন ৩৪ বছর বয়সী এ অভিজ্ঞ রাইটব্যাক।

এর আগে জুভেন্টাস থেকে সাবেক কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত লোভনীয় প্রস্তাবে পিএসজিকে বেছে নেন সাবেক বার্সেলোনা তারকা।

পরবর্তী ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে আলভেসের পিএসজি। রোববার (২৩ জুলাই) ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু ‍বাংলাদেশ সময় সকাল ৬টা পাঁচ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।