ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

‘প্রীতি ম্যাচ হলেও কোনো ছাড় নেই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
‘প্রীতি ম্যাচ হলেও কোনো ছাড় নেই’ ছবি: সংগৃহীত

২০১৭-১৮ মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যেই দুই লেগের প্রতিদ্বন্দ্বিতার দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট কোপা দেল জয়ী বার্সার মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগ অনুষ্ঠিত হবে।

তিনদিন পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে শিরোপা নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। তবে, এখনো ম্যাচ শুরুর সময় প্রকাশিত হয়নি।

সুপার কাপের আগেই একে অপরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে দুই স্প্যানিশ জায়ান্ট। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) মুখোমুখি হবে রিয়াল-বার্সা। আগামী ৩০ জুলাই হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে। ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে। অর্থাৎ, তিন সপ্তাহের মধ্যে তিনটি ‘এল ক্লাসিকো’র সাক্ষী হবে ফুটবল বিশ্ব।

প্রীতি ম্যাচ হলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে রিয়ালের মূল লক্ষ্য জয়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ওয়েলস তারকা গ্যারেথ বেল জানালেন সে কথা, ‘বার্সার বিপক্ষে প্রতিটি ম্যাচ জয়ের জন্যই খেলি আমরা। এবার প্রীতি ম্যাচ হলেও আমরা সিরিয়াস ফুটবলাটাই খেলব। কোনো ছাড় নয়। আমি মনে করি, ওদের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচই আপনি জিততে চাইবেন। সমর্থকদের জন্য জিততে চাইবেন। আপনি নিজের জন্য জিততে চাইবেন। ’

বেল আরও যোগ করেন, ‘এটা যদিও একটি প্রীতি ম্যাচ তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। নতুন মৌসুমের জন্য এটা আমাদের কাজে লাগবে। কারণ, নতুন মৌসুমে আমাদের পুরোপুরি ফিট হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
এমআরপি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।