পিএসজির ক্রীড়া পরিচালক আন্তেরো হেনরিকের সঙ্গে দেখা করতে নাকি প্যারিসে গিয়েছেন সানচেজের প্রতিনিধি। এমন খবরই প্রকাশ করেছে ‘গোল ডট কম’।
সূত্রমতে, প্যারিসের একটি হোটেলে সানচেজের প্রতিনিধিদের সঙ্গে ঘণ্টা ব্যাপী আলোচনা করেছেন হেনরিখ। উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিতেও যোগ দেওয়ার গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে সই করাতে আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার ম্যানসিটি। কিন্তু, অধিক পারিশ্রমিক ইস্যুতে এগিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে (চ্যাম্পিয়নস লিগ) ধারাবাহিক সাফল্যের লক্ষ্যে শক্তিশালী দল গঠনের প্রকল্প নিয়ে এগোনো পিএসজি।
যাই হোক না কেন, আর্সেনাল কী ছাড়বে সানচেজকে? যেখানে ২০১৪ সালে বার্সেলোনা ছেড়ে এসেছিলেন। এমিরেটস স্টেডিয়ামে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। কোচ আর্সেনাল ওয়েঙ্গার জোর দিয়েই বলেছেন ক্লাবের অবস্থান পরিবর্তন হয়নি এবং এই সামারে চিলিয়ান আইকনকে বিক্রি করা হবে না। বর্তমানে চীনে প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ইংলিশ জায়ান্টরা। ছুটি কাটিয়ে ৩০ জুলাই লন্ডনে ফেরার কথা জাতীয় দলের হয়ে কনফেডারেশনস কাপ খেলা সানচেজ।
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নের কথা বলে আর্সেনাল ছাড়ার গুঞ্জনে বাড়তি হাওয়া লাগান সানচেজ। পঞ্চম স্থানে থেকে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করার ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে এবার দর্শক ভূমিকায় থাকবে গানাররা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৭
এমআরএম