৭ আগস্ট মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সে। বিমান দুর্ঘটনায় প্রায় সব খেলোয়াড় মারা যাওয়ার পর নতুন করে জেগে উঠেছে শাপেকো।
বার্সা গত ২২ জুলাই জুভেন্টাসের বিপক্ষে মাঠে নেমে ২-১ গোলের জয় তুলে নিয়েছিল। ২৬ জুলাই তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয় ১-০ গোলের ব্যবধানে। ২৯ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে নামে বার্সা। এল ক্লাসিকোর সেই মহারণে বার্সা জিতেছিল ৩-২ গোলের ব্যবধানে। গত বছরের ২৮ নভেম্বর অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনাল (প্রথম লেগ) খেলতে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়ে শাপেকোয়েন্সে। যা পুরো বিশ্বকে নাড়া দেয়। ৭১ জন প্রাণ হারান। যার মধ্যে ১৯ জন ছিলেন শাপেকোয়েন্সের খেলোয়াড়। বেঁচে থাকেন শুধু তিন খেলোয়াড়। ডিফেন্ডার অ্যালান রুশেল, গোলরক্ষক জ্যাকসন ফোলম্যান ও সেন্টার-ব্যাক হেলিও নেতো বেঁচে আছেন। নেতো ও রুশেলের পুনরায় ক্লাবের জার্সি গায়ে জড়ানোর আশা বেঁচে থাকে। আর ফোলম্যানের একটি পা কেটে ফেলতে হয়। ডিফেন্ডার অ্যালান রুশেল বার্সার বিপক্ষে ম্যাচ খেলবেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আলোচিত সেই ট্র্যাজেডির পর শাপেকোয়েন্সের প্রতি সম্মান জানাতে তাদেরকে ২০১৭ হুয়ান গাম্পার ট্রফিতে খেলার আমন্ত্রণ জানায় বার্সা। ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে আসবে শাপেকোয়েন্সে। কাতালানরাই একমাত্র ক্লাব যারা তাদেরকে আর্থিক সাহায্য করে। ২ লাখ ৫০ হাজার ইউরো আর্থিক সহায়তা পাঠানো হয় বার্সার পক্ষ থেকে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জানুয়ারির শেষদিকে রিও ডি জেনিরোতে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ব্রাজিল ও কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। শোক পেছনে ফেলে প্রতিপক্ষের বিপক্ষে সমানতালে লড়ে চলেছে ক্লাবটি। দুর্ঘটনার পর সম্মাননা হিসেবে শাপেকোয়েন্সকে সুদামেরিকানের শিরোপা দিয়েছিল দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন, কনমেবোল। ক্লাবের ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের স্মৃতির উদ্দেশ্যে ক্লাবের চিরাচরিত লোগো-তে দুটি পরিবতর্ন এনেছে তারা।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৭
এমআরপি