ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে আর্সেনালের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
চেলসিকে হারিয়ে আর্সেনালের শিরোপা জয় ছবি:সংগৃহীত

মৌসুমের শুরুতেই শিরোপার দেখা পেল আর্সেনাল। কমিউনিটি শিল্ডের ম্যাচে চেলসিকে টাইব্রেকারে হারায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৪-১ ব্যবধানে চেলসিকে হারায় আর্সেনাল।

বার্ষরিক এই ম্যাচটি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও এফএ কাপে শিরোপাধারীদের মধ্যে হয়ে থাকে। আর এ নিয়ে ১৫তম শিরোপা ঘরে তুললো আর্সেনাল।

এই শিরোপা সর্বোচ্চ ২১বার জেতা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিছিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল।

ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির ঠিক পরেই লিড নেয় ব্লুজরা। কর্ণার থেকে উড়ে আসা বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি গ্রানিত জাকা, হেডে বল ডি-বক্সে ফেরত পাঠান গ্যারি ক্যাহিল। দ্রুত ছুটে এসে বল ধরে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিক্টর মোজেস।

৮০তম মিনিটে মিশরের মোহামেদ এলেনিকে বাজেভাবে ফাউল করায় পেদ্রোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই সমতাসূচক গোল পেয়ে যায় আর্সেনাল। সুইস মিডফিল্ডার জাকার ফ্রি-কিকে বল ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি হেডে জালে জড়ান বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ।

টাইব্রেকারে চেলসির একমাত্র গোলটি করেন গ্যারি ক্যাহিল। তবে নিজেদের দুই নম্বর শট নিজেই নিতে গিয়ে মিস করেন গোলরক্ষক থাইবাউ কোরতোইস। লক্ষ্যভ্রষ্ট শট নেন গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে আসা ফরোয়ার্ড আলভারো মোরাতাও।

আর্সেনালের হয়ে গোল করেন থিও ওয়ালকট, নাচো মনরিল, অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন ও অলিভিয়ে জিরুদ।

আগামী শুক্রবার প্রিমিয়ার লিগ ২০১৭-১৮ আসরের উদ্বোধনী দিনে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। পরদিন বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করবে চেলসি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।