ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইনিয়েস্তাকে ছাড়াই অগ্নিপরীক্ষায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ইনিয়েস্তাকে ছাড়াই অগ্নিপরীক্ষায় বার্সা ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বড় এক ধাক্কাই খেল বার্সেলোনা। দলের সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালানদের। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্প্যানিশ আইকন।

এমনিতেই ৩-১ গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার ওপর ইনিয়েস্তার অনুপস্থিতি বার্সার জন্য বিরাট শূণ্যতা।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগের হতাশা ভুলে সান্তিয়াগো বার্নাব্যুতে চোখ রাখছেন মেসি-সুয়ারেজরা। বুধবার (১৬ আগস্ট) ‍বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ডান পায়ের ঊরুর ইনজুরিতে ভুগছেন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। মঙ্গলবার (১৫ আগস্ট) দলের ট্রেনিং সেশন মিস করেন। ম্যাচ ফিটনেসে ঘাটতি থাকায় ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

এদিকে, ফিরতি পর্বের ম্যাচে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না রিয়াল। ন্যু ক্যাম্পে লাল কার্ড দেখার পর রেফারিকে মৃদু ধাক্কার দেয়ার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। বাকি নিষেধাজ্ঞা লা লিগায় কার্যকর হবে।  ৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।