কলকাতার বারাসাতে ২ অক্টোবর ‘ম্যাচ ফর ইউনিটি’ শীর্ষক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে বারাসাতের অাদিত্য স্কুল অব স্পোর্টসের মাঠে৷ ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর কলকাতায় থাকবেন ফুটবলের রাজপুত্র৷
১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার বিপক্ষে গাঙ্গুলীর সাথে থাকবেন আরও তিন ক্রিকেটার।
আরও থাকবেন ভারতীয় হকি অধিনায়ক ধনরাজ পিল্লে৷ টালিউডের জনপ্রিয় নায়ক আবির চ্যাটার্জিকেও খেলতে দেখা যাবে৷ এছাড়াও খেলতে পারেন মোহনবাগানের হাইতিয়ান ফুটবলার বাংলাদেশের মাটিতে খেলে যাওয়া সনি নর্ডে, চিমা ওকোরি, জোস রামিরেজ ব্যারেটো এবং ওডাফা ওকোলি৷ থাকবেন কলকাতার সাবেক-বর্তমান ফুটবল তারকারাও। খবরে জানা যাচ্ছে, ভারতের সাবেক ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়াকেও এই ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ম্যারাডোনার এ সফরের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শতদ্রু দত্ত জানান, ‘প্রথম ৩০ মিনিট নন-ফুটবলাররা খেলবেন। সেখানেও কিন্তু সিরিয়াস ফুটবল হবে। তবে, ম্যারাডোনার সঙ্গে আমন্ত্রিত সবাই যাতে খেলতে পারে তার ব্যবস্থাও রাখতে হচ্ছে৷ এজন্য ম্যাচে বেশ কিছু পেশাদার ফুটবলার থাকবেন। ম্যারাডোনার সঙ্গে যাতে সকলের হাত মেলানো সম্ভব হয় সে সুযোগ থাকবে। ’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৭
এমআরপি