রিয়ালে মূল স্ট্রাইকার হিসেবে ‘বিবিসি’ খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল সব সময়ই প্রথম পছন্দ। তবে সম্প্রতি দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছেন মার্কো অ্যাসেনসিও।
২১ বছরের তরুণ এ তারকার পারফম্যান্সে চোখ পড়েছে নামি-দামি ক্লাবগুলোরও। বর্তমানে রিয়ালের সঙ্গে তার ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। যেখানে তার বাই আউট ক্লজ ৩৫০ মিলিয়ন ইউরো। তবে খুব শিগগিরই এটি বাড়িয়ে ৫০০ মিলিয়ন ইউরোতে নিয়ে যাওয়া হবে।
৫০০ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজে রিয়ালে আরও আছেন টনি ক্রুস, লুকা মদ্রিচ ও কাবালোস। তবে এরা সবাই বিবিসির কাছ থেকে বেশ পিছিয়ে আছেন। রোনালদো, বেল ও বেনজেমাকে কোনো ক্লাবকে কিনতে হলে তাদের খরচ করতে হবে ১ বিলিয়ন ইউরো।
এদিকে শুধুমাত্র বাই আউট ক্লজই নয়, বাড়ানো হচ্ছে অ্যাসেনসিওর বাৎসরিক বেতনও। যেখানে নতুন চুক্তিতে ২০২৩ পর্যন্ত তার বাৎসরিক বেতন হবে ৪.৫ মিলিয়ন ইউরো। আগে যা ছিলো ৩.৫ মিলিয়ন ইউরো।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমএমএস