ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যান ২ ম্যাচ, এক ম্যাচ নিষিদ্ধ রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
গ্রিজম্যান ২ ম্যাচ, এক ম্যাচ নিষিদ্ধ রামোস ছবি:সংগৃহীত

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজমানকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচের পর নিষেধাজ্ঞা পান তিনি।

ফ্রেঞ্চ এ তারকা ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড পাওয়ার পর রেফারিকে গালি দিলে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখেন গ্রিজমান।

স্পেনের ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি গ্রিজম্যানকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়ায় লাস পালমাস ও ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

তাকে ছয়শ ইউরো জরিমানাও দিতে হবে।

এদিকে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়া সার্জিও রামোস সান্তিয়াগো বার্নাব্যুয়ে ভালেন্সিয়ার বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।