বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৫ আগস্ট) মাঠে নামে দুই দল।
ম্যাচের প্রধমার্ধে বন্দর নগরীর দলটি বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।
দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। আক্রমণ আর পাল্টা-আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা নেই। দ্বিতীয়ার্ধেও দুই দলের একাধিক জোরালো শট গোলবারে প্রতিহত হয়।
এর আগের রাউন্ডে টানা পঞ্চম জয় পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর দলটির বিপক্ষে পেরে উঠছে না কোনো দল। গত রাউন্ডে চট্টগ্রামের দলটির বিপক্ষে হেরেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
টানা পাঁচ জয়ের পর পয়েন্ট খোয়ালো চট্টগ্রাম আবাহনী। তবে, ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে তারা। সমান ম্যাচ খেলে আরামবাগের পয়েন্ট ৪।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি