ছবি: সংগৃহীত
শিরোপা পুনরুদ্ধারের মিশনে মৌসুমের শুরুতেই ফর্মের তুঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টানা তিন জয়ে উড়ছে হোসে মরিনহোর শিষ্যরা। ওয়েস্টহাম ও সোয়ানসি সিটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর লিচেস্টার সিটির বিপক্ষে ২-০ স্কোরলাইনে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
শতভাগ জয়ে আবারো পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ান পজিশনে ম্যানইউ। তিন ম্যাচ শেষে ১০ গোলের বিপরীতে এখনো ইউনাইটেডের গোলবার সুরক্ষিত।
গ্যালারিতে বসে প্রিয় ফুটবল ক্লাবের দারুণ পারফরম্যান্স উপভোগ করেন ‘গতির রাজা’ উসাইন বোল্ট। ম্যানইউর ক্যাপ ও স্কার্প পরে হাজির হন লন্ডন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দিয়ে ট্র্যাককে বিদায় জানানো জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার।
ওল্ড ট্রাফোর্ডে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড ও মারুয়ান ফেলাইনি নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকরা। ৭০ মিনিটে লিচেস্টারের ডিফেন্স দেয়াল ভাঙেন উঠতি ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন বেলজিয়ান মিডফিল্ডার।
আত্মবিশ্বাসে ভরপুর ম্যানইউ টানা চার জয়ের লক্ষ্যে পরবর্তী ম্যাচে স্বাগতিক স্টোক সিটিকে মোকাবেলা করবে। আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় খেলা শুরু হবে।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।