ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

অ্যাসেনসিওর জোড়া গোলে রিয়ালের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
অ্যাসেনসিওর জোড়া গোলে রিয়ালের রক্ষা ছবি:সংগৃহীত

মার্কো অ্যাসেনসিওর জোড়া গোলে রক্ষা হলো রিয়াল মাদ্রিদের। লা লিগায় প্রায় হেরে যাওয়া ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লো জিনেদিন জিদানের শিষ্যরা। 

ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে এদিন ভ্যালেন্সিয়াকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর নির্বাসনের কারণে সুযোগ পাওয়া অ্যাসেনসিও শেষ পর্যন্ত দলের মান রক্ষায় কাজ করেন।

ম্যাচের ১০ মিনিটে অ্যাসেনসিও গোল করে এগিয়ে দেয় স্বাগতিকদের। তবে ১৮ মিনিটেই কার্লোস সোলার প্রতিপক্ষকে সমতায় ‍আনে। তবে বিরতির পর কোনদোগবিয়া এগিয়ে দেন ভ্যালেন্সিয়াকে। কিন্তু ৮৩ মিনিটে গোল করে দলকে ড্র এনে দেন অ্যাসেনসিও।

বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিগে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল। তবে পুরো লিগ শেষ হতে এখনও অনেক দেরি। তাই এখনই কোনো ভবিষ্যতবাণী করা যাবে না।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।