ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মোরাতা জেতালেন চেলসিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
মোরাতা জেতালেন চেলসিকে ছবি:সংগৃহীত

আলভারো মোরাতার দুর্দান্ত পারফরম্যান্সে এভারটনকে ২-০ গোলে হারালো চেলসি। এদিন একটি গোল করার পাশাপাশি অন্য গোলে সহায়তা করলেন এই স্প্যানিশ তারকা। অন্য গোলটি করেন মিডফিল্ডার সেস ফেব্রেগাস।

রোববার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনকে আতিথিয়েতা জানায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। তবে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

খেলার ২৭ মিনিটে দলীয় আক্রমণের পর মোরাতার পাসে আলতো টোকোয় জালে বল পাঠান ফেব্রেগাস। পরে ৪০ মিনিটে হেডের মাধ্যমে গোল করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদ থেকে আসা মোরাতা।

লিগে চলতি মৌসুমে প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচে জয় তুলে নিলো চেলসি।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।