ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

হল্যান্ডকে ছাড়াই বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
হল্যান্ডকে ছাড়াই বিশ্বকাপ! ছবি: সংগৃহীত

বাছাইপর্বে বাদ পড়ে ২০১৬ ইউরোয় দর্শক ভূমিকায় ছিল নেদারল্যান্ডস (হল্যান্ড)। খারাপ সময়টা পিছু ছাড়ছে না ‍রোবেন-স্নেইডারদের। বিশ্বকাপ বাছাইতেও একই দশা! ফ্রান্সের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রাশিয়া ওয়ার্ল্ডকাপেও ডাচদের অংশগ্রহণ এখন হুমকির মুখে।

২০০২ বিশ্বকাপের পর আবারো বিশ্বকাপের বাইরে থাকতে হতে পারে নেদারল্যান্ডসকে। সেই শঙ্কাটাই জোরালো।

‘এ’ গ্রুপে ম্যাচ বাকি আর মাত্র তিনটি। শুধু শীর্ষস্থানধারী সরাসরি মূল পর্বের টিকিট পাবে। দ্বিতীয় স্থানে থাকা দলের প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। ৯ গ্রুপের সেরা আটটি দ্বিতীয় স্থানের টিম দ্বিতীয় রাউন্ডে (প্লে-অফ) অংশ নেবে।

নেদারল্যান্ডসের অবস্থান নড়বড়ে। ঘুরে দাঁড়াতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। সাত ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। ২ পয়েন্ট এগিয়ে তিনে বুলগেরিয়া। ১৩ পয়েন্টে দুইয়ে সুইডেন। শীর্ষে থাকা ফ্রান্সের সংগ্রহ ১৬।

.ফ্রান্সের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে দাঁড়াতেই পারেনি ডাচরা। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের লাল কার্ড। এরপর ডাচদের জালে আরও তিনবার বল পাঠায় স্বাগতিকরা। জোড়া গোল করেন থমাস লেমার। ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পে। খেলা শুরুর ১৪ মিনিটে প্রথম লিড এনে দেন অ্যান্তোনি গ্রিজম্যান।

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) নিজেদের পরবর্তী ম্যাচে বুলগেরিয়াকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। দিবাগত রাত পৌনে ১টায় ভিজিটর লুক্সেমবার্গের মুখোমুখি হবে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।