ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

পেলের অভিনন্দন পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
পেলের অভিনন্দন পেলেন রোনালদো ছবি: সংগৃহীত

যার রেকর্ড ভেঙেছেন তার কাছ থেকেই অভিনন্দন পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক গোলস্কোরার তালিকায় ‘এলিট ফাইভ’ এ প্রবেশ করায় পর্তুগিজ তারকার প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

হ্যাটট্রিক করেই তিনবারের বিশ্বকাপ জয়ীকে ছাড়িয়ে যান সিআর সেভেন। দু’দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফারো অাইসল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৫-১ গোলের দাপুটে জয় পায় পর্তুগাল।

দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে নতুন উচ্চতায় পা রাখেন রোনালদো। চারবারের ব্যালন ডি’অর জয়ীর আন্তর্জাতিক গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ১১৪ ম্যাচে ৭৮।

বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে ৯২ ম্যাচে ৭৭টি গোল করা পেলে এখন রোনালদোর পেছনে। নিজের অফিসিয়াল পেজে নিজের অভিমত প্রকাশ করেন এভাবে, ‘আন্তর্জাতিক গোলস্কোরার হিসেবে এলিট ফাইভ এ যোগ দেওয়ায় অভিনন্দন ক্রিস্টিয়ানো। অভিনন্দন!’

ইরাকের সাবেক আইকন হুসেইন সাঈদের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে অবস্থান করছেন ৩২ বছর রোনালদো। এ তালিকায় শীর্ষে ইরানের আলি দেই (১০৯)। ৮৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে হাঙ্গেরি লিজেন্ড ফেরেঙ্ক ফুসকাস। তিন নম্বরে জাপানের কুনিশিগে কামামোটো (৮০) ও রোনালদোর ঠিক উপরে জাম্বিয়ার গডফ্রে চিতালু (৭৯)।

সরাসরি ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রোনালদোর পর্তুগাল। ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। ৯টি গ্রুপের সেরা আটটি দ্বিতীয় স্থানের দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বে আর তিনটি করে ম্যাচ বাকি।

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) পরবর্তী ম্যাচে হাঙ্গেরির মাঠে নামবে পর্তুগিজরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। এ ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় ফর্মের তুঙ্গে থাকা সিআর সেভেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।