ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়তে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা স্টেইনহাউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
ইতিহাস গড়তে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা স্টেইনহাউস ছবি: সংগৃহীত

এই প্রথম ইউরোপের কোনো শীর্ষ লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন এক নারী রেফারি। জার্মানির বুন্দেসলিগা মৌসুমে ইতিহাসটা গড়তে যাচ্ছেন বিবিয়ানা স্টেইনহাউস। জার্মান ফুটবল ফেডারেশন ৩৮ বছর বয়সী স্টেইনহাউসের ম্যাচ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে।

জার্মান লিগের রেফারিদের আনুষ্ঠানিক তালিকায় স্টেইনহাউসের নাম আগেই জমা দেওয়া ছিল। জার্মান লিগ কমিটি হার্থা বার্লিন এবং ওয়ারডার ব্রেমেনের ম্যাচের দায়িত্ব দিয়েছে তাকে।

১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এর মধ্যদিয়েই ইউরোপের কোনো শীর্ষ লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন কোনো নারী রেফারি। ছবি: সংগৃহীতপেশায় মূলত পুলিশ কর্মকর্তা স্টেইনহাউস। লিগের ২৪ রেফারির এলিট গ্রুপে তার নাম দেওয়া ছিল। ছেলেদের ফুটবলের বড় মঞ্চগুলোর একটিতে প্রথম কোনো নারী রেফারি হতে চলেছেন তিনি। এর আগে জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলের ম্যাচ পরিচালনা করেছিলেন স্টেইনহাউস। জার্মান কাপের বহু ম্যাচেই তিনি বাঁশি হাতে মাঠে ছিলেন।

মেয়েদের বিশ্বকাপে স্টেইনহাউস ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে অলিম্পিকে আমেরিকা আর জাপানের মধ্যকার নারী ফুটবলের ফাইনালে তিনি ছিলেন। গত জুনে নারীদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওন এবং পিএসজির ফাইনাল ম্যাচের দায়িত্বেও ছিলেন স্টেইনহাউস। ছবি: সংগৃহীতএবার বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, শালকে, উলফসবার্গ, বায়ার লেভারকুজেনের মতো বড় দলগুলোর ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যাবে স্টেইনহাউসকে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।