ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ভারতের মাটিতে কোয়ার্টারে বিকেএসপির মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ভারতের মাটিতে কোয়ার্টারে বিকেএসপির মেয়েরা ছবি: সংগৃহীত

বিকেএসপি অনূর্ধ্ব-১৭ প্রমীলা ফুটবল দল ভারতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৭ এর কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

দিল্লির আমবেদকার স্টেডিয়ামে বিকেএসপি তাদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দিল্লিকে ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

মুক্তার হ্যাটট্রিকে বিকেএসপি এই সহজ জয় পায়।

অপর ২টি গোল করেন রিতু পর্ণা চাকমা (২৯ মিনিট) ও শাহেদা (৫৭ মিনিট)।

মুক্তা খেলার ২২, ৪৩ ও ৪৭ মিনিটে গোল তিনটি করেন। বিকেএসপির কৃতি স্ট্রাইকার মুক্তা প্রথম খেলায়ও ২টি গোল করেন। খেলায় বিকেএসপি’র গোলরক্ষককে তেমন কোনো কঠিন পরীক্ষার সম্মূখীন হতে হয়নি। প্রমীলা দলটি সুব্রত কাপে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে।

১৮ সদস্য বিশিষ্ট দলে ১৬ জন থেলোয়াড়, কোচ ও ম্যানেজার রয়েছেন। টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিয়েছে।

দলের ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো: শাহীনুল হক ও জয়া চাকমা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।