ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

জয়রথ থামলো ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
জয়রথ থামলো ম্যানইউর ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে থামালো স্টোক সিটি। ২-২ গোলে ড্র করলো হোসে মরিনহোর দল। এর আগে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছিলো ম্যানইউ।

শনিবার রাতে বেট৩৬৫ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। তবে ম্যাচের ৪৩ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার এরিক চুপো-মোটিং গোল করলে স্টোক এগিয়ে যায়।

কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে মার্কাস রাশফোর্ড গোল করে সমতায় ফেরান রেড ডেভিলসদের।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে রোমেলু লুকাকু গোল করে সফরকারীদের এগিয়ে দেন। তবে ছয় মিনিট পরেই চুপো-মোটিং নিজের জোড়া গোল পূর্ণ করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মরিনহো শিষ্যদের।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্টও ১০। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।