ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয়-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। এক আসর আগের চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন আলভারো মোরাতা ও এনগোলো কোন্তে। লিচেস্টারের হয়ে ব্যবধান কমান জেমি ভার্ডি।

শনিবার রাতে লিচেস্টারের মাঠে কিং পাওয়ার স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় চেলসি। আর ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় দলটি।

এদিন খেলার ৪১ মিনিটে রিয়াল মাদ্রিদে থেকে চেলসিতে যোগ দেওয়া মোরাতার গোলে এগিয়ে যায় ব্লুজরা। পরে দ্বিতীয়ার্ধে কান্তে ৫০ মিনিটে গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে লিচেস্টারের স্ট্রাইকার ভার্ডি ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে শুধু ব্যবধানই কমে।

এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট হলো চেলসির। আর এবারের আসরে চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেয়েছে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।