ডেথ গ্রুপ খ্যাত ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে বাংলাদেশের কিশোরীরা হেরেছে ৯-০ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধেই বদলে যাওয়া বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় কোরিয়ান মেয়েরা।
গেল বছর বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
থাইল্যান্ডে বাংলাদেশের গ্রুপে (বি) টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ছাড়াও আছে রানার-আপ জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। কোরিয়া ও জাপান চ্যাম্পিয়ন ও রানার-আপ হিসেবে এই টুর্নামেন্টে সরাসরি খেলছে। অন্যদিকে বাংলাদেশের মতো বাছাইপর্ব পেরিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ যেমন ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে এসেছে। তেমনি অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে বাকি তিন দলই বেশ এগিয়ে।
১৪ সেপ্টেম্বর রানার-আপ জাপানের মুখোমুখি হবে সানজিদা-মৌসুমী-স্বপ্নারা। ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন, রানার-আপ ও তৃতীয় স্থান অধিকারকারী দল উরুগুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পাবে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি