দিল্লির আমবেদকার স্টেডিয়ামে বিকেএসপি কোয়ার্টার ফাইনালে হরিয়ানাকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল।
দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা স্টেডিয়ামে আসা দর্শকরা উপভোগ করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রথমবারের মতো সেমিতে উঠায় বিকেএসপি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
টুর্নামেন্টে মোট ৩২ টি দল ৮টি গ্রুপে অংশ নিচ্ছে। বিকেএসপির দলটি সুব্রত কাপে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে। ১৮ সদস্য বিশিষ্ট এই দলে ১৬ জন থেলোয়াড়, কোচ ও ম্যানেজার রয়েছেন। দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো: শাহীনুল হক ও জয়া চাকমা।
উল্লেখ্য, বিকেএসপির প্রমীলা দল গত বছর এ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। প্রমীলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি