থাইল্যান্ডের চোনবুরির আইপিই স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুই দলের লড়াইটা বাংলাদেশ সময় বিকেল চারটায়।
নারী বিশ্বকাপ আর চলতি আসররে বর্তমান রানার্স আপ জাপান।
ম্যাচের আগে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘আমাদের সকল খেলোয়াড় শারীরিক ভাবে ভালো আছে। দলে কোনো ইনজুরির সমস্যা নেই। সবাই তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবে। যদি তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং তাদের পারফরম্যান্স দেখাতে পরে তবে আমরা জাপানের সঙ্গে ভালো একটা ফল করতে পারবো। ’
তিনি আরও জানান, ‘আগের ম্যাচে মৌসুমি, স্বপ্না, নার্গিস, তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। কার সাথে খেলছে এটা তাদের কাছে বড় নয়। মেয়েদের বলেছি, তোমরা তোমাদের নিজের খেলাটা খেলো। কিন্তু, বাস্তবতা হচ্ছে আমরা কাদের বিপক্ষে খেলছি, তারা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন। মাঝে দু’দিন সময় পেয়ে টিউটোরিয়াল ক্লাস হয়েছে, থিওরিটিক্যাল ক্লাস হয়েছে। মেয়েরা যেহেতু প্রথম ম্যাচের হারের পর মানসিকভাবে হতাশ, সেখান থেকে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, এ সমস্ত বিভিন্ন দিক নিয়ে কাজ করেছি। অনেক মজা করেছি। ’
প্রথম ম্যাচে মনোযোগ ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে বাংলাদেশের ডিফেন্ডারদের। এবার পূর্ণ মনোযোগ থাকবে। তাতে, আক্রমণাত্মক চিন্তায় নেই কেউ, বাংলাদেশ খেলবে রক্ষণাত্মক।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি