ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারো পেছালো ‘দাদা বনাম দিয়েগো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আবারো পেছালো ‘দাদা বনাম দিয়েগো’ ছবি: সংগৃহীত

ফুটবল ও ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছে কলকাতা। তবে, ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ভারতীয় সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

আগামী ২ অক্টোবর কলকাতায় পা রাখবেন ম্যারাডোনা। গাঙ্গুলির সঙ্গে কলকাতায় ফুটবল ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড।

বারাসাতের আদিত্য স্পোর্টস একাডেমিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথমে ১৯ সেপ্টেম্বর গাঙ্গুলির শহর কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ২ অক্টোবর করা হয়। এরপর সেই তারিখও বদলে ফেলা হয়। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। ‘ঐক্যের জন্য ম্যাচ’ ট্যাগলাইনে আয়োজিত ম্যাচটি এখন নতুন তারিখে অনুষ্ঠিত হবে।

কলকাতায় দ্বিতীয়বারের মতো আসবেন ম্যারাডোনা। ২০০৮ সালে ভারত সফর করেছিলেন তিনি। কলকাতায় অবস্থানকালে ‘প্রিন্স অব ক্যালকাটা’ খ্যাত গাঙ্গুলির সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবেন ফুটবলের প্রিন্স। আর এই ম্যাচের নাম দেওয়া হয়েছে, ‘দাদা বনাম দিয়েগো’।

দ্বিতীয়বারের মতো কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। জানিয়েছেন ‘দাদা’ খ্যাত গাঙ্গুলির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যারাডোনা লিখেছেন, ‘কলকাতার দর্শকদের ভালোবাসা ভুলিনি। ওই জায়গাটা সত্যিই খুব স্পেশাল। তাই কলকাতায় আসাটা সম্মানের। আমার কলকাতা সফর ও প্রিন্স অব কলকাতা ‘দাদা’-র সঙ্গে দেখা হতে আর কিছু দিন বাকি। কয়েক বছর আগে ওখানে আমি গিয়েছিলাম, অনেক ভালো স্মৃতি আছে সেখানে। ভারতের ভক্তরা অসাধারণ। ’

প্রদর্শনী এই ম্যাচে কলম্বিয়ার সাবেক তারকা কার্লোস ভালদেরামাও থাকার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারাডোনাকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে ভারতীয় মিডিয়া জানাচ্ছে।

প্রীতি ম্যাচটির টাইটেল স্পন্সর ধুলাইওয়ালা গ্রুপের প্রতিষ্ঠাতা ভিভেক কুমার আগাওয়াল জানান, ‘পুরো ভারত জুড়েই দূর্গা পুজার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। সে কারণেই মূলত ম্যাচটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। নতুন তারিখ অনুযায়ী ম্যাচটিকে ঘিরে বেশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই আসতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।