কস্তা যে চেলসি ছাড়বেন তা একপ্রকার নিশ্চিতই ছিল। কারণ কোচ অ্যান্তোনিও কোন্তে ও কর্মকর্তাদের সঙ্গে কস্তার সম্পর্কে ফাটল ধরেছিল।
এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ২০১৪ সালে চেলসিতে যোগ দেন কস্তা। ২০১৩–১৪ মৌসুমে অ্যাতলেটিকোর হয়ে ৫২ ম্যাচে ৩৬ গোল ছিল তার। এরকম পারফরম্যান্সের পর কস্তাকে দলে টানতে দ্বিধাবোধ করেননি চেলসি কর্তারা। চেলসির হয়ে ১২০ ম্যাচে ৫৮ গোল রয়েছে তার।
গত বছর ইপিএলে করেছিলেন ২০ গোল। দলকে শিরোপা জেতাতে সাহায্য করেন। কিন্তু তারপর থেকেই কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় কস্তার। যার চূড়ান্ত পরিণতি হয় পুরনো ক্লাবে ফিরে যাওয়া।
কিছুদিনের মধ্যেই কস্তার মেডিকেল টেস্ট হয়ে যাবে। কস্তা অবশ্য বলেন, ‘এভাবে চেলসি ছেড়ে যেতে নিজেরও খারাপ লাগছে। চেলসি সমর্থকদের জন্য আমার ভালবাসা থাকবে। নিজের পুরনো ক্লাবে ফিরতে পেরে ভাল লাগছে। ’
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস