পায়ের ইনজুরির কারণে এ ম্যাচটিতে খেলতে পারেননি ওয়ার্ল্ড রেকর্ড সাইনিং নেইমার। সাবেক বার্সা তারকার ঘাটতি পূরণে ব্যর্থ কাভানি-এমবাপ্পে-ভেরাত্তিরা।
এদিকে স্বাগতিক লিলেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নাম্বার ওয়ান পজিশনের লড়াইয়ে পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো (১৮ পয়েন্ট)। সাত ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে তারা।
দু’দলই এরপর হোম ম্যাচ খেলবে। পিএসজির সামনে বোর্ডেক্স। মোনাকোর প্রতিপক্ষ পিএসজিকে রুখে দেওয়া মন্টপেলিয়ার। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু যথাক্রমে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত পৌনে ১টা ও পরদিন রাত ৯টায়।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম