স্টোক সিটিকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করে চেলসি। দুর্দান্ত হ্যাটট্রিকে পুরো আলোটা নিজের করে নেন আলভারো মোরাতা।
ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে স্রেফ উড়িয়ে দেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। সিটিজেনদের জয়টি ৫-০ ব্যবধানের। স্কোরশিটে নাম লেখান লেরয় সেন, রাহিম স্টার্লিং (জোড়া গোল), সার্জিও আগুয়েরো ও ফাবিয়ান ডেলফ।
সাউদাম্পটনে ম্যানইউর ন্যূনতম ব্যবধানের জয়সূচক গোল উপহার দেন সামার সাইনিং রোমেলু লুকাকু। লিচেস্টার সিটির মাঠে রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হাসে লিভারপুল। মোহাম্মদ সালাহ ও ফিলিপ্পে কুতিনহো নৈপুণ্যে ২৩ মিনিটেই ২-০ তে লিড নেয় অল রেডসরা। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নরা।
বিরতির পর ৬৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। পরের মিনিটেই লিচেস্টারের হয়ে গোল করে ম্যাচ জমিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্ডি। সমান ব্যবধানের ওয়েস্টহাম-টটেনহাম ম্যাচটিও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ষষ্ঠ রাউন্ডের সূচিতে আর্সেনালের খেলা বাকি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে হোসে মরিনহোর ম্যানইউ। তিনে থাকা চেলসির সংগ্রহ ১৩। ২ পয়েন্ট পিছিয়ে টটেনহাম। পাঁচ নম্বরে লিভারপুল (১১)। এক ম্যাচ কম খেলা আর্সেনালের অবস্থান শীর্ষ দশের বাইরে। ৭ পয়েন্ট নিয়ে ১২তম।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম