দোহার গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে রোববার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়েই জয় তুলে নেয় সফরকারীরা।
এদিন অবশ্য খেলার প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয়ার্ধে দীপক রায় দলকে এগিয়ে নেওয়ার পর জয় নিশ্চিত করেন ফয়সাল আহমেদ ফাহিম।
৭০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নারে থেকে আসা বল দীপক হেড করলে জালের ঠিকানা খুঁজে পায়। আর ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্বল শট নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড ফয়সাল।
এই জয়ে অবশ্য বাছাইপর্বে পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে ইয়েমেন নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হিসেবে পাঁচ দল উঠবে চূড়ান্ত পর্বে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলেও গোল ব্যাবধানে পিছিয়ে থেকে পাঁচ সেরা রানার্স আপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস