কোচ হওয়ার লক্ষ্যে কাজ করছেন আলোনসো। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে ভিডিও বার্তায় পরিকল্পনা তুলে ধরেন ২০১০ বিশ্বকাপ জয়ী, ’১৭ বছর ফুটবলে থাকার পর ক্যারিয়ারের পরবর্তী ধাপ বিবেচনা করছি।
শৈশবের ক্লাব রিয়াল সোসিয়েদাদে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আলোনসো। ২০০৪ সালে পাড়ি জমান লিভারপুলে। অল রেডসদের হয়ে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন। পাঁচ বছর পর অ্যানফিল্ড ছেড়ে নাম লেখান স্বদেশী জায়ান্ট রিয়াল মাদ্রিদে। সেখানেও পাঁচ মৌসুম কাটান। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ২০১১-১২ লা লিগা জয় করেন। ২০১৪ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর টানা তিনটি বুন্দেসলিগা জিতে খেলোয়াড়ী জীবনকে বিদায় বলে দেন।
আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ ওয়ার্ল্ডকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ের গৌরব অর্জন করেন আলোনসো। ব্রাজিল বিশ্বকাপের (২০১৪) পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম