ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

লিসবনে উড়ন্ত বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
লিসবনে উড়ন্ত বার্সা ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে পর্তুগালের লিসবনে পা রেখেছে ফর্মের তুঙ্গে থাকা টিম বার্সেলোনা। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে দু’দলই নিজেদের প্রথম খেলায় জয় নিয়ে ‍মাঠ ছাড়ে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন দর্শকরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ন্যু ক্যাম্পে যাবে স্পোর্টিং লিসবন।

বলা বাহুল্য, চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সা। লা লিগায় টানা ছয় ম্যাচেই তাদের জয়জয়কার। চ্যাম্পিয়নস লিগের শুরুতেই জুভিদের বিপক্ষে এসেছে আত্মবিশ্বাসী পারফরম্যান্স।

পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় নাম্বার ওয়ান পজিশনে কাতালানরা। হোম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে বার্সা ও অলিম্পিয়াকোসের মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফেরে লিসবনের ক্লাবটি।

ম্যাচের দিন শেষ বিকেলে এস্তাদিও জোসে অলভালাদেতে (ভেন্যু) যাবে বার্সা। কোচ আর্নেস্টো ভালভার্ডে ও সামার সাইনিং পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেদো সংবাদ সম্মেলনে অংশ নেবেন। প্রেস কনফারেন্সের পর শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে নামবে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।