এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিকোশিয়ায়, অতিথি হয়েও প্রথমার্ধের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে টটেনহ্যাম। দলটির আক্রমণভাগের ক্রমাগত চাপের মুখে ৩৯ মিনিটে হ্যারি কেইনের কাছে পরাস্ত হন অ্যাপোয়েল গোলরক্ষক।
তাদরে দ্বিতীয় গোল আসে ৬২ মিনিটে। মুসা সিসোকোর এগিয়ে দেওয়া বলটি থেকে দ্বিতীয়বার জালে ঠেলে দিয়ে মৌসুমের প্রথম হ্যাট্টিকের পথ হওড়া করেন হ্যারি।
অবশ্য সেজন্য তাকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
নিজের দ্বিতীয় গোলের মাত্র ৫ মিনিট পরেই অ্যাপোয়েল সীমানায় কিরণ ত্রিপিয়ারের ক্রস থেকে আসা বলটি জালে জড়িয়েই হ্যাট্ট্রিকের আনন্দে শূন্যে লাফিয়ে উঠে হাত ছোড়েন হ্যারি কেইন।
এভাবে পুরো সময় ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে রেফারির বাঁশির ফুঁ শেষে ৩-০-এর জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এইচএল/আইএ