ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অপ্রতিরোধ্য বার্সার সামনে স্পোর্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
অপ্রতিরোধ্য বার্সার সামনে স্পোর্টিং ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। দলের গুরুত্বপূর্ণ অংশ নেইমারকে হারিয়ে যেন আর শক্তিশালী হয়ে উঠেছে কাতালান শিবির। এরই লক্ষ্যে এবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিংয়ের বিপক্ষে খেলতে নামছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

বুধবার রাতে (২৮ সেপ্টেম্বর) গ্রুপ ‘ডি’তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির মাঠ স্তাদিও হোসে আলভালাদে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। বাংলাদেশ সময় ম্যাচটি পৌনে একটায় অনুষ্ঠিত হবে।

বার্সা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছিল। যেখনে গতবারের রানার্সআপ দল জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। অসাধারণ ফর্মে থাকা লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল।

বার্সার এবারের ফর্ম লিগেও অব্যাহত রয়েছে। টানা ছয় ম্যাচের সবকটিতেই জিতে রয়েছে লিগ টেবিলের শীর্ষে। আর দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সেই ফর্ম বিবেচনায় এ ম্যাচেও ভয়ঙ্কর দেখা যেতে পারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে।

এদিকে স্পোর্টিংও নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-২ গোলে হারিয়েছিল দলটি। তাই সতর্ক হয়েই মাঠে নামতে হবে মেসি-ইনিয়েস্তা-সুয়ারেজদের।

চ্যাম্পিয়নস লিগে একই রাতে হবে আরও কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। যেখানে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে খেলতে যাবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে ফ্রেঞ্চ দল প্যারিসের হয়ে মাঠে ফিরছেন লিগে ইনজুরির কারণে খেলতে না পারা নেইমার ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

একই সময়ে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে আতিথিয়েতা নেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। আর আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড সিএসকেএ মস্কোর মাঠে খেলতে যাবে। এছাড়া জুভেন্টাস আতিথিয়েতা দেবে অলিম্পিয়াকোসকে সবগুলো ম্যাচই পৌনে একটায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।