ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘সাবিনা ছিলেন ক্রীড়া জগতের এক উদীয়মান নক্ষত্র’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
‘সাবিনা ছিলেন ক্রীড়া জগতের এক উদীয়মান নক্ষত্র’  ‘সাবিনা ছিলেন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উদীয়মান নক্ষত্র’ 

ময়মনসিংহ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের মিডফিল্ডার সাবিনা ছিলেন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র, এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

তিনি বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন অমিত সম্ভাবনাময় ফুটবলারকে হারালো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক শোক বার্তায় এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি)।  

এর আগে গত ১৯ সেপ্টেম্বর চলতি বছরের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে চ্যাম্পিয়ন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংর্বধনা দেন জেলা প্রশাসন। চ্যাম্পিয়ন সেই টিমের গর্বিত সদস্য হিসেবে সংবর্ধনা নেন সাবিনাও।

সেই স্মৃতি তুলে ধরে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, ফুটবলার সাবিনা ছিলেন শান্ত স্বভাবের এবং বিনয়ী। এমন মেধাবী একজন ফুটবলারকে হারানোর মধ্যে দিয়ে দেশের ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এদিকে, বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কলসিন্দুর মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে ফুটবলার সাবিনাকে পূর্ব গামারীতলা গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নামাজের জানাজায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাদী হাসান, উপজেলা চেয়ারম্যান মজনু মৃধা, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে সাবিনার নিজ গ্রামের বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময় ২০০০ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭ 
এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।