এদিন ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। আর ১২তম মিনিটে তিন ত্রয়ীর অসাধারণ বোঝাপড়ায় গোলের দেখা পান চলতি মৌসুমে আটটি গোল করা কাভানি।
ম্যাচের ৩১ মিনিটে বোরডেক্সর হয়ে একটি গোল পরিশোধ করেন ইউনুস। তবে বিরতির আগে আরও দুটি গোল করে বসে পিএসজি। প্রথমে পেনাল্টি পেলে সেখান থেকে সরাসরি শট নিতে চলে আসেন নেইমার। সেখান থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন। ষষ্ঠ গোল করা নেইমারের সঙ্গে আগের ম্যাচে পেনাল্টি নিয়ে কাভানির সঙ্গে বেঁধে গিয়েছিলো। যেটি থামিয়েছিলেন কোচ উনাই এমরি। আর প্রথমার্ধের ঠিক আগে ড্রাক্সলার পিএসজিকে ৫-০তে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান ফ্রেঞ্চ তারকা এমবাপ্পে। ৫৮ মিনিটে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। তবে খেলার শেষ দিকে পেনাল্টি থেকে প্রতিপক্ষের ফুটবলার ম্যালকম ব্যবধান কমালেও তা হার এড়াতে যথেষ্ঠ ছিলো না।
এখন পর্যন্ত আট ম্যাচে সাত জয়ের ২২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে পিএসজি। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো।
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭
এমএমএস