ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

‘ম্যারাডোনা বনাম দাদা’ ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
‘ম্যারাডোনা বনাম দাদা’ ম্যাচ নিয়ে শঙ্কা ছবি: সংগৃহীত

ফুটবল ও ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রকে একসঙ্গে দেখার অপেক্ষায় কলকাতা। তবে, ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ভারতীয় সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি তৃতীয়বারের মতো পিছিয়ে গেছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। তাতে, ম্যাচটি আদৌ হবে কি না সেটি নিয়েই শঙ্কা জাগছে।

২ অক্টোবর কলকাতায় পা রাখার কথা ম্যারাডোনার। বারাসাতের আদিত্য স্পোর্টস একাডেমিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

দূর্গা পুজার জন্য সেই তারিখ পিছিয়ে করা হয়েছে ৫ অক্টোবর৷ তাতে ম্যারাডোনাকে পাওয়ার আশা ক্ষীণ। কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর দুবাই ফিরে যাওয়ার কথা ছিল ফুটবল কিংবদন্তির। আমিরাতের ক্লাব আল ফুজাইরার কোচ হিসেবে এই সপ্তাহেই ক্লাবে যোগ দেবেন ম্যারাডোনা। কোপা প্রেসিডেন্ট প্রতিযোগিতা বা কিংস কাপে তার দলটি অংশ নেবে। তাই ফুটবল লিজেন্ডের ভারতের মাটিতে এররকম না আসার ইঙ্গিত মিলছে।

প্রথমে ১৯ সেপ্টেম্বর গাঙ্গুলির শহর কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ২ অক্টোবর করা হয়। এরপর সেই তারিখও বদলে ফেলা হয়। ‘ঐক্যের জন্য ম্যাচ’ ট্যাগলাইনে আয়োজিত ম্যাচটি না হওয়ারই সম্ভাবনা প্রবল।

২০০৮ সালে ভারত সফর করেছিলেন ম্যারাডোনা। দ্বিতীয়বারের মতো কলকাতা সফর নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। আগেই জানিয়েছেন ‘দাদা’ খ্যাত গাঙ্গুলির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ম্যারাডোনা লিখেছেন, ‘কলকাতার দর্শকদের ভালোবাসা ভুলিনি। ওই জায়গাটা সত্যিই খুব স্পেশাল। তাই কলকাতায় আসাটা সম্মানের। আমার কলকাতা সফর ও প্রিন্স অব কলকাতা ‘দাদা’-র সঙ্গে দেখা হতে আর কিছু দিন বাকি। কয়েক বছর আগে ওখানে আমি গিয়েছিলাম, অনেক ভালো স্মৃতি আছে সেখানে। ভারতের ভক্তরা অসাধারণ। ’

প্রদর্শনী এই ম্যাচে কলম্বিয়ার সাবেক তারকা কার্লোস ভালদেরামাও থাকার কথা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যারাডোনাকে বিশেষ সংবর্ধনা দেবেন বলে ভারতীয় মিডিয়া জানায়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।