ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জমে ওঠা ম্যাচে আবাহনীর কষ্টার্জিত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
জমে ওঠা ম্যাচে আবাহনীর কষ্টার্জিত জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক’দিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল)। জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী। প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়েছে আকাশী-হলুদ জার্সিধারীরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার (২ অক্টোবর) ম্যাচের ১৮তম মিনিটে ব্রাদার্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় দ্রাগো মামিচের দল আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার গোলে ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় দলটি।

৪১তম মিনিটে ওয়ালীর মাপা কর্নার কিক থেকে হেড করেন জীবন। তাতে ব্রাদার্সের জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে অগাস্টিন ওয়ালসনের ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়ে আবাহনীর জালে বল জড়ান। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর ৫৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্সের ডিফেন্ডার আরিফ খান জয়। দশজনের দল নিয়েও দুর্দান্ত খেলতে থাকে ব্রাদার্স। খেলার ৮৭তম মিনিটে জুনাপিওর ক্রসে এনটিম টুয়াম ফ্রাঙ্কের হেডে গোল হলে ৩-২ গোলে পিছিয়ে থাকে ব্রাদার্স। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি নিকোলা ভিতোরোভিচের দল।

৯ ম্যাচ খেলে আবাহনী পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২০। সমান ম্যাচ খেলে ব্রাদার্সের পয়েন্ট ৫, হেরেছে সাতটি ম্যাচে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।