ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দুই জায়ান্টের লড়াই দেখলো দেশের ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
দুই জায়ান্টের লড়াই দেখলো দেশের ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সোমবার (২ অক্টোবর) মাঠে মুখোমুখি হয়েছিল দেশের দুই জায়ান্ট দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী। ম্যাচে ১-০ গোলে শেখ জামালকে হারিয়েছে বন্দর নগরীর দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর জয়সূচক গোলটি করেন দেশের সেরা তারকা মামুনুল ইসলাম। খেলার ৪৮তম মিনিটের মাথায় গোলটি করেন তিনি।

গোলদাতা মামুনুলের উল্লাস-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সংহত করেছে সাইফুল বারী টিটোর শিষ্যরা। ৯ ম্যাচে এখনও হারেনি চট্টগ্রাম আবাহনী। আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। আর চলতি লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া শেখ জামালের পয়েন্ট ২০। এর আগে ছয় ম্যাচে জয়ের পাশাপাশি দুটি ম্যাচে ড্র করেছিল শেখ জামাল।

দিনের অপর ম্যাচে ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ৯ ম্যাচে ২০ পয়েন্ট আবাহনী লিমিটেডের।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।