আনচেলত্তির সহকারী উইলি সাইনল জার্মান চ্যাম্পিয়নদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন।
৫৮ বছর বয়সী এই ইতালিয়ান কোচ জানিয়েছেন, আগামী ১০ মাস কোনো দলেরই দায়িত্ব নেবেন না তিনি।
পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে জার্মান জায়ান্ট দলে কোচ হয়ে আসেন আনচেলত্তি। ইতালিয়ান এ কোচের অধীনে ২০১৬-১৭ মৌসুমে বুন্দেসলিগার শিরোপা জেতে বায়ার্ন। তবে জেতা হয়নি জার্মান কাপ। শেষ চারেই বিদায়। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালেই বিদায় নেয়।
চলতি মৌসুমে লিগে ভালো অবস্থানে নেই বায়ার্ন। আনচেলত্তিকে হটানোর পরও বুন্দেসলিগায় হার্থা বার্লিনের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে গত টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত চারটিতে জিতেছে তারা।
চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক কোচ আনচেলত্তি সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। মিলানের হয়ে ২০০৩ ও ২০০৭ সালে ও রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ সালে। তবে, পিএসজির কাছে বায়ার্ন মিউনিখের হারটাই কাল হয়ে দাঁড়ায় আনচেলত্তির জন্য।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৭
এমআরপি