ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ওয়েলস বর্ষসেরায় বেলকে থামালেন গুন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ওয়েলস বর্ষসেরায় বেলকে থামালেন গুন্টার ছবি: সংগৃহীত

টানা পাঁচবার ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড় হতে পারলেন না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। এবার তাকে ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস গুন্টার। সেরা উদীয়মান লিভারপুল ফরোয়ার্ড বেন উডবার্ন।

প্রথমবারের মতো ওয়েলসের বর্ষসেরার আসনে বসলেন রিডিং রাইটব্যাক গুন্টার। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেছেন তিনি।

যা আউটফিল্ড খেলোয়াড় (গোলরক্ষক ছাড়া) হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। ৮৫ ম্যাচ নিয়ে তার উপরে কেবল প্রয়াত গ্যারি স্পিড। নাম্বার ওয়ান পজিশনে সাবেক গোলরক্ষক নেভিল সাউথাল (৯২)।

ওয়েলসের রক্ষণভাগে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ২৮ বছর বয়সী গুন্টার। টানা ৬১ ম্যাচে তার উপস্থিতি সেটিই প্রমাণ করে। বর্ষসেরার লড়াইয়ে বেলের একক আধিপত্যেরও সমাপ্তি হলো। ছয়বারের বিজয়ী বেল সবশেষ টানা চারবার এ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড নিজের করে নেন।

উঠতি ফরোয়ার্ড উডবার্নের শুরুটা হয়েছে নজরকাড়া। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই বদলি হিসেবে জয়সূচক গোল উপহার দেন। বেলের পাশাপাশি ওয়েলশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলস্কোরার হওয়ার কীর্তি গড়েন।

মূল পুরস্কার জেতা না হলেও ‘প্লেয়ারস প্লেয়ার অব দ্য ইয়ার’ হিসেবে বেলের নাম ঘোষিত হয়। সমর্থকদের চোখে ‘ফ্যানস প্লেয়ার অব দ্য ইয়ার’ হন স্টোক সিটি মিডফিল্ডার জো অ্যালেন। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অ্যাওয়ার্ড জেতেন সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার ইয়ান রাশ (৭৩ ম্যাচে ২৮)। আর মাত্র তিনবার জালের দেখা পেলেই স্বদেশী আইকনকে ‍ছাড়িয়ে যাবেন বেল।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।