ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ছয় মাস মাঠের বাইরে রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ছয় মাস মাঠের বাইরে রিবেরি ছবি: সংগৃহীত

নতুন করে আবারো ইনজুরির কবলে ফ্রাঙ্ক রিবেরি। এবার লম্বা সময়ের জন্য সাইডলাইনে চলে গেছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। বাম হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পাওয়ায় অন্তত ‍ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে।

হার্থা বার্লিনের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পায়ের ইনজুরিতে ভোগেন ৩৪ বছর বয়সী রিবেরি। তীব্র ব্যথা নিয়ে মাঠ ‍ছাড়তে বাধ্য হন সাবেক ফ্রেঞ্চ তারকা।

তার সামনে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ।

ফিটনেস সমস্যায় জর্জর রিবেরির ক্যারিয়ার শঙ্কার মুখে দেখছেন অনেকেই। বারেবারে ইনজুরির কারণে হারিয়েছেন সেরা ফর্ম। বয়সটাও পক্ষে নেই। পুরোপুরি সেরে উঠে খেলায় ফিরতে অনেক সময় লাগবে। ফেরার পর কতটা ভালো খেলবেন বা পূর্ণ ফিটনেস পাবেন কিনা সেই নিশ্চয়তাও নেই।

সব মিলিয়ে কঠিন সময়ই পার করছেন অভিজ্ঞ ও পরীক্ষিত রিবেরি। বায়ার্নে এটি তার ১১তম মৌসুম। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩৬২টি। সতীর্থদের দিয়ে প্রচুর গোল করানোর পাশাপাশি নিজে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ১১২ বার (লিগে ২৩৪ ম্যাচে ৭৫)।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৩ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।