ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দাবানলে আহতদের মেডিকেল বিল দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
দাবানলে আহতদের মেডিকেল বিল দিলেন রোনালদো ছবি: সংগৃহীত

সম্প্রতি পর্তুগাল ও স্পেনের উত্তর-পশ্চিম অংশে হয়ে যাওয়া ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আহতদের সাহায্য করতে এগিয়ে এসেছেন পর্তুগিজ ফুটবল আইকন। তাদের চিকিৎসা খরচ দিয়ে আবারো নিজের মহানুভতার স্বাক্ষর রাখলেন সিআর সেভেন।

নিজের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করেন রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো। যেখানে বলা হয়, দাবানলে আহত ৩৭০ জনের মেডিকেল বিল পরিশোধ করেছেন সদ্যই পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা হওয়া রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

এ ধরনের মর্মান্তিক ঘটনায় এবারই প্রথম সাহায্যের হাত বাড়াননি রোনালদো। গত বছর জন্মস্থান মাদেইরাতে দাবানলে আক্রান্তদের পাশে দায়িয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

প্রসঙ্গত, লন্ডনে গতকাল রাতে জমকালো আয়োজনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’র পর্দা উঠে। লিওনেল মেসি ও নেইমারকে টপকে টানা দ্বিতীয়বার সেরার আসনে বসেন ৩২ বছর বয়সী রোনালদো। এ নিয়ে পাঁচবার বর্ষসেরার স্বীকৃতি পেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।