ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মেসিদের ছাড়াই জয়ে শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
মেসিদের ছাড়াই জয়ে শুরু বার্সার ছবি: সংগৃহীত

মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তা-বুসকেটস-পাওলিনহোদের ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্সে কোপা দেল রে মিশন শুরু করলো বার্সেলোনা। রিয়াল মুর্সিয়ার মাঠে ৩-০ গোলের জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো টানা তিনবারের চ্যাম্পিয়নরা। স্কোরশিটে নাম লিখিয়ে বার্সার সিনিয়র টিমে অভিষেকটা স্মরণীয় করে রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার জোসে আর্নেইজ।

প্রথমার্ধের ১ মিনিট আগে কাতালানদের লিড এনে দেন পাকো আলকাসের। বিরতির পর ৫২ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান আরেক প্রতিভাবান ফরোয়ার্ড জেরার্ড ডেউলোফেউ।

চার মিনিট বাদেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ২২ বছর বয়সী আর্নেইজ।

অ্যাওয়ে ম্যাচ হলেও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় দলের অনেক তারকাদের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে দল সাজান কোচ আর্নেস্টো ভালভার্ডে। সুযোগ দেন ‘বি’ টিমের খেলোয়াড়দের। শুরুর একাদশে সিনিয়রদের মধ্যে ছিলেন কেবল হাভিয়ের মাশ্চেরানো। স্কোয়াডে থাকলেও জেরার্ড পিকে ও ইভান রাকিটিচকে নামতে হয়নি। বদলি হিসেবে খেলেন সার্জি রবার্তো।

আগামী মাসের শেষদিকে ন্যু ক্যাম্পে শেষ ৩২-এর ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।