ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডে গোলহীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ইংল্যান্ডে গোলহীন ব্রাজিল ছবি: সংগৃহীত

ওয়েম্বলি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে জয় পায়নি ছন্দে থাকা ব্রাজিল। গোলশূন্য ড্রয়ে খেলার নিষ্পত্তি ঘটে। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পর সেলেকাওদের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ক্লিনশিট (গোল হজম না করা) প্রদর্শন করলো ইংলিশরা।

ইনজুরিজর্জর টিম নিয়ে মাঠে নামেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। দলের অন্যতম সেরা তারকা হ্যারি কেন ও ড্যালি অালী স্কোয়াডে ছিলেন না।

অন্যদিকে, ফিটনেস সমস্যা কাটিয়ে ব্রাজিল স্কোয়াডে ফেরেন লিভারপুল আইকন ফিলিপ্পে কুতিনহো।

বরাবরের মতোই নিজের সেরাটা দেন নেইমার। ক’দিন আগে ফ্রান্সে জাপানকে ৩-১ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডে এসে বল দখলসহ প্রতিপক্ষের ডিফেন্স ব্যতিব্যস্ত রেখেও জালের দেখা পায়নি পেলের উত্তরসূরিরা।

ছবি: সংগৃহীত

নতুন ৩-৫-২ ফর্মেশনে দল সাজান সাউথগেট। সেন্টারব্যাকে পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেন কুতিনহোর ক্লাব সতীর্থ তরুণ জো গোমেজ। ৪০ বছরের মধ্যে এ প্রথম দু’দেশের লড়াইটা গোলশূন্য থাকলো।

এদিকে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শেষটা হয়েছে হার দিয়ে। রাশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে নাইজেরিয়ার কাছে ধরাশায়ী হতে হয়েছে। ২ গোলে এগিয়ে থেকেও ৪-২ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে গতবারের রানার্সআপরা। এ ম্যাচে বিশ্রাম নিয়ে আগেই বার্সেলোনায় ফিরে যান মেসি। দুই ম্যাচের প্রীতি ফুটবল ট্যুর শেষে আবারো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্যস্ত শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।