মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে দ্বিতীয় সেমিফাইনালের এ খেলার প্রথমার্ধের ৩২ মিনিটে শেখ জামালের পক্ষে বিদেশি খেলোয়াড় সলেমান কিং দলের পক্ষে প্রথম গোল করেন।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে সলেমান কিং আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।
৮ ডিসেম্বর শেখ জামাল স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।
বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে। যেখানে শেখ জামাল, শেখ রাসেল, নৌবাহিনী, সাইফ স্পোটিং ক্লাব, বসুন্ধরা কিংসসহ দেশ সেরা ১৭টি দল অংশ নেয়।
১০ নভেম্বর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ