লা লিগায় সবশেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত শনিবারের (২ ডিসেম্বর) খেলায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট হাতছাড়া করে কাতালানরা।
পুরোপুরি সেরে না ওঠায় স্পোর্টিংয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলছেন না ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। আগামী রোববার (১০ ডিসেম্বর) ভিয়ারিয়ালের মাঠে পরবর্তী লিগ ম্যাচটিতে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যেই নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করেছে বার্সা। অন্যদিকে, পর্তুগিজ জায়ান্টদের জন্য আবার এটি বাঁচামরার ম্যাচ। পরের রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই! পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অলিম্পিয়াকোসের মাঠে জুভেন্টাস ম্যাচের দিকে।
পয়েন্ট টেবিলে ৫ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ তিন জয় ও দুই হারে ১১। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। ১ পয়েন্ট পিছিয়ে জুভিদের তাড়া করছে স্পোর্টিং। গোল ব্যবধানে সামান্য পিছিয়ে আছে জুভিরা (০, +১)। গ্রিসের অলিম্পিয়াকোস ৪টিতে হেরে আগেই বিদায় নিয়েছে। তবে নিজেদের মাঠে শেষ ম্যাচে প্রথম জয় নিয়ে অন্যদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে তারা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচ দু’টি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০১৭
এমআরএম